বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচেই অঘটনের শিকার হলো জার্মানি। ব্রাতিস্লাভায় স্বাগতিক স্লোভাকিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে জার্মানরা। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে এগিয়ে যায় স্লোভাকিয়া। নিজ অর্ধ থেকে দৌড়ে উঠে ডেভিড স্ট্রেলেকের সঙ্গে ওয়ান-টু খেলে গোল করেন স্লোভাকিয়ার ডেভিড হ্যানকো। বিরতির পরপরই ব্যবধান বাড়ান মিডলসব্রোর ফরোয়ার্ড স্ট্রেলেক। আন্তোনিও রুদিগারকে দারুণভাবে পরাস্ত করে বাঁকানো শটে বল জড়ান জালে স্লোভাকিয়ার এই খেলোয়াড়। দুই অর্ধে করা এই দুই গোলেই নিশ্চিত হয় জার্মানির হার। এটি বিশ্বকাপ বাছাইপর্বে জার্মানির মাত্র চতুর্থ হার! এর আগে ১৯৮৫ সালে পর্তুগালের কাছে, ২০১১ সালে ইংল্যান্ডের কাছে এবং নর্থ মেসিডোনিয়ার কাছে ২০২১ সালে হারের শিকার হয়েছিল জার্মানরা। পাশাপাশি এই নিজেদের বিশ্বকাপ বাছাইয়ে খেলার ৯১ বছরের ইতিহাসে এই প্রথম প্রতিপক্ষের মাঠ থেকে হার নিয়ে ফিরল জার্মানি। গ্রুপ ‘এ’ থেকে অন্য...