ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে থেকে শুরু হয়েছে ‘কালার রাইমস’ শিরোনামে প্রদর্শনী। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত রেখেছে আয়োজক কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে আলিয়ঁস ফ্রঁসেজ বলেছে, প্রদর্শনীটি দর্শকদের সামনে তুলে ধরেছে একটি জাদুময় ভুবন, যেখানে রঙ ও কল্পনা মিলেমিশে শৈশবের রহস্যময়তা এবং আনন্দময় অভিজ্ঞতার গল্প বোনে। প্রদর্শনীর প্রতিটি চিত্রকর্মে শিশু শিল্পীরা স্বকীয় বর্ণনা সংযুক্ত করেছেন, যা দর্শকদের সরাসরি তাদের ভাবনা ও স্বপ্নের জগতে নিয়ে যায়। ‘বৃষ্টিতে নাচ’ চিত্রকর্মে এক শিশু লিখেছে, ‘আমি পুকুরে লাফ দিই, আর বৃষ্টি আমাকে তালি দিয়ে স্বাগত জানায়’, যা এক সাধারণ বৃষ্টিভেজা দিনকে প্রাণবন্ত আনন্দে পরিণত করেছে। ‘আইসক্রিমের দুঃখ’ শিশুদের ক্ষুদ্র হতাশা ও কৌতূহলকে ফুটিয়ে তোলে। সেই চিত্রকর্মে ক্ষুদে শিল্পী লিখেছে–‘বাবাকে বলেছি আইসক্রিম কিনে...