চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ফেইমের নতুন প্রযোজনা ‘বাল্মীকি প্রতিভা’। নৃত্যশিল্পী ও ফেইম পরিচালক তিলোত্তমা সেনগুপ্তার নির্দেশনায় এ প্রযোজনার প্রথম প্রদর্শনী হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় প্রদর্শনী হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দস্যু সর্দার রত্নাকরের বাল্মীকি হয়ে ওঠার গল্প নিয়ে এই নৃত্যনাট্যের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভেতরকার পশুত্বকে জলাঞ্জলি দিয়ে ভালোবাসাকে জাগিয়ে তোলাই এই নাটকের প্রতিপাদ্য। এই নৃত্যনাট্যে তিলোত্তমা সেনগুপ্তা ছাড়াও অংশ নিয়েছে ফেইমের নৃত্যকলা বিভাগ, নাট্যকলা বিভাগ ও শিশুনাট্য বিভাগের শিক্ষার্থীরা। তাদের মধ্যে আছেন– সাজেদা আক্তার সাজু, ভার্ণিকা অন্বেষা দাশ, অনির্ভা সেন শর্ম্মা, দীপান্বিতা দাশ, রিংকু দাশ অনু, সুস্মিতা সরকার কথা, অপরাজিতা চৌধুরী, অমিতা বড়ুয়া,...