চলছে নানান আয়োজনজিততেই হবে নির্বাচনেপ্রতিদ্বন্দ্বী ফেলে পেছনে। প্রচলিত পন্থার নির্বাচনেপরাজিতদের কে আর গনেনেই তাদের কোনো প্রতিকারজীবনভর দুঃখ, হাহাকার! স্বল্প ভোটে হেরে যাবোপাঁচ বছর আঙুল চুষবো?এবার তা আর হবার নয়অনুপাতের হবেই জয়! বিশ্বের ১৭০ দেশের ৯১টিতেনির্বাচন চলে পিআর পদ্ধতিতেভোটের অনুপাত নির্ণয় করেবিজয় ছিনিয়ে আনবো ঘরে! স্বতন্ত্র প্রার্থী কেউ হবে নাঅটোপাস কেউ পাবে নাতাদের কপালে নেই পাসতাদের আশায় ফাটা বাঁশ! এমপি চিনবে না তার ভোটারভোটার চিনবে না এমপি তারএমপি হবে হেভিওয়েট প্রার্থীথাকলে টাকা আর লাগবে কী? উপদেষ্টা হতেই ধরে কাজীদুইশত কোটি দিতে রাজিএমপি হবে মাত্র তিনশতোপ্রার্থী থাকবে অগুনতি! চলবে তখন টাকার খেলাদিন-রাত আর সন্ধ্যাবেলাদলীয় অনুদান যার বেশিনমিনেশন সে পাবে হাসি! থাকবে না দলীয় সংখ্যাগরিষ্ঠতাবিল পাসে থাকবে যত অস্থিরতাসংসদ হতে পারে অকার্যকরঅশনিসংকেত করবে ভর! কোরআনে নেতৃত্ব হলো আমানতদায়ী হবো করলে তা খেয়ানতযোগ্য ও...