চলতি বছর যেন হতে যাচ্ছে তারকাদের পরিণয়ের বছর। টেলর সুইফট-ট্র্যাভিস কেলসি থেকে শুরু করে বড় সব তারকা বাগদান সেরেছেন। কেউ চলতি বছরই বিয়ে করবেন, কারও এখনই বিয়ের পরিকল্পনা নেই। বিনোদন দুনিয়ায় তোলপাড় ফেলে দেওয়া এমন ১০ তারকার বাগদানের খবর জেনে নেওয়া যাক। টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসি গত ২৬ আগস্ট তাদের বাগদানের ঘোষণা দেন, যা চলতি বছরের অন্যতম বড় চমক। সুইফট তার আসন্ন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর প্রচার চলাকালে ভক্তদের সঙ্গে খবরটি ভাগাভাগি করে নেন। ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টে এই তারকা-যুগল লিখেছেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক ও জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’ সুইফট ও কেলসি ২০২৩ সাল থেকে একসঙ্গে আছেন এবং প্রায়ই প্রকাশ্যে দেখা যায়। টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামস ইতালীয় অভিনেতা আন্দ্রেয়া প্রেটির বাগদান সম্পন্ন হয়েছে। এটাও ভক্তদের কাছে...