বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্লোভাকিয়ার কাছে ২-০ ব্যবধানে হারার পর দলের কয়েকজন তারকা খেলোয়াড়কে বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন জার্মানি দলের হেড কোচ জুলিয়ান ন্যাগেলসম্যান। গতকাল বৃহস্পতিবার রাতে ডেভিড হ্যাঙ্কো এবং ডেভিড স্ট্রেলেকের গোলে জার্মানিকে গুঁড়িয়ে দেয় স্লোভাকিয়া। এই নিয়ে পরপর তিনটি ম্যাচ হারল জার্মানি। ঘরের মাঠে প্রথমার্ধের শেষ দিকে স্লোভাকিয়াকে এগিয়ে দেন ডেভিড হ্যাঙ্কো। ওই গোলে অ্যাসিস্ট করা ডেভিড স্ট্রেলেক দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচ হারের পর জার্মানির কোচ ন্যাগেলসম্যান বলেছেন, ‘আমরা জার্মানির সেরা খেলোয়াড়দের বেছে নিয়েছি, কিন্তু হয়তো ভবিষ্যতে আমাদের মানের চেয়ে এমন খেলোয়াড়দের দিকে গুরুত্ব দিতে হবে যারা মাঠে সর্বোচ্চটা দিয়ে খেলবে।’ স্লোভাকিয়ার কাছে হেরে ২০২৬ সালের বিশ্বকাপের পট ১-এ জায়গা হারানোর ঝুঁকিতে পড়েছে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। কারণ ফিফা র্যাঙ্কিংয়ে তারা শীর্ষ ৯-এর বাইরে চলে গেছে। ন্যাগেলসম্যান...