প্রত্যেক বছর জয়া বচ্চনকে নিয়ে ‘লালবাগচা রাজা’র দর্শনে যান বলিউড শাহনে শাহ অমিতাভ বচ্চন। বছরখানেক আগ পর্যন্ত সেই পূজা মণ্ডপে কোনো না কোনো দিন তিনি সপরিবারে হাজির হতেন। তবে চলতি বছর সেই রীতিতে ছন্দ পতন ঘটেছে! সম্ভবত বার্ধক্যজনিত কারণে লালবাগের প্রচণ্ড ভিড়ে যাননি এ অভিনেতা। তবে নিজে সশরীরে উপস্থিত না থাকলেও গণপতি আরাধনার জন্য চাঁদা পাঠাতে ভুল করেননি। বলিউড সূত্রে জানা গেছে, লালবাগের এবারের গণেশপূজার জন্য ১১ লাখ রুপি চাঁদা দিয়েছেন অমিতাভ বচ্চন। আর এই খবর প্রকাশ্যে আসতেই অমিতাভের কর্তব্যবোধ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে! দাদরের লালবাগের পূজা মানেই বিশেষ আকর্ষণ। প্রতিবার গণেশ চতুর্থী থেকে দশ দিন এই ঐতিহ্যবাহী পূজা দেখতে হাজির করেন লাখ লাখ মানুষ। বলিউড তারকারাও বাদ যান না সেই পূজায় অংশ নেওয়া থেকে। সেই পূজা কমিটিতেই চেকের মাধ্যমে...