সপ্তাহের ব্যবধানে রাজধানী ঢাকার বাজারে আবারও বেড়েছে মুরগির দাম; সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি ক্রেতাদের। ৭০ টাকার নিচে মিলছে না সবজি। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বেশ কিছু বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। আর সোনালি মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে, দাবি বিক্রেতাদের। এ ছাড়া প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। আর প্রতি কেজি দেশি পেঁয়াজ মিলছে ৮০ টাকায়। সবজির বাজারে পটল,...