আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সরে দাঁড়িয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদের প্রার্থিতা করা মাহিন সরকার। নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় মাহিন সরকার বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিদের মধ্যে ঐক্য প্রয়োজন। সেই জায়গা থেকে ডাকসু নির্বাচনে গণঅভ্যুত্থানের...