ঢাকা মেডিকেলের গেটের পাশে রয়েছে কয়েকটি ওষুধের দোকান। তারা জানান, এখানে মূলত নিম্নশ্রেণীর ছিন্নমূলরাই মাদকাসক্ত। সারাদিন এ এলাকাতেই ঘোরাফেরা করে। এরা টুকটাক কাজ করে এক এমপুল টিডিজেসির দাম ১০০-১৫০ টাকা যোগাড় করার চেষ্টা করে। সেজন্য ভিক্ষা করে, ময়লা আবর্জনা থেকে পলিথিন, কাগজ, শিশি-বোতল সংগ্রহ করে বিক্রি করে। কেউ কেউ রিকশা চালায় বা কোনো গ্যারেজ, ওয়ার্কশপে আধাবেলা শ্রম দিয়ে আয় করে মাদকের দাম। এক ওষুধ বিক্রেতা জানালেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রও আসে ঘুমের ওষুধ কিনতে। ওগুলোর মিশ্রণ তৈরি করে ‘ককটেল’ ড্রাগস খায়। বকশীবাজার মোড় থেকে টানা পথটি চলে এসেছে একেবারে জগন্নাথ হল মোড় পর্যন্ত। এই পথেও মাদকের ছড়াছড়ি। পুলিশের একটি টহল গাড়ি ওখানে প্রায়ই থাকে। তারাও জানায়, মাদকাসক্তদের আনাগোনা দেখতে পায়। কিন্তু যেহেতু তারা কোনো গুরুতর অপরাধমূলক কাজ করে না তাই আইনত...