অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে কি মানুষের অমর হওয়া সম্ভব? এ অপ্রত্যাশিত বিষয়টি নিয়েই এ সপ্তাহে বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজে একে অপরের মুখোমুখি হয়ে আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় পুতিনের পক্ষে ম্যান্ডারিন ভাষায় কথা বলা একজন অনুবাদক শি জিনপিংকে বলছিলেন, মানুষের অঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব। যার মাধ্যমে ‘বয়স বাড়লেও মানুষ তরুণ থাকতে পারবে’ এমনকি এ পদ্ধতিতে বার্ধক্যকে ‘অনির্দিষ্টকালের জন্য’ ঠেকিয়েও রাখা যেতে পারে। তিনি আরও বলেছেন, “এ শতাব্দীতে মানুষের দেড়শ বছর পর্যন্ত বাঁচা সম্ভব হতে পারে– এমনই ধারণা করা হচ্ছে।” বিবিসি লিখেছে, তাদের হাসি-ঠাট্টা ও আনন্দভরা মুখ দেখে মনে হয় এসব কথা যেন মজার ছলেই বলেছেন তারা। তবে প্রশ্ন থেকেই যায়! তারা কী সত্যিই কোনো গভীর কিছু নিয়ে ভাবছেন? অঙ্গ প্রতিস্থাপন জীবন বাঁচাতে...