ঢাকা: রাজধানীর সবজির বাজারে ক্রেতারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। সবার মুখে একটাই কথা, স্বস্তি নেই বাজারে, সবজি কিনতেই পকেট ফাঁকা!গত তিন মাস ধরে সবজির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে বরবটি, করলা ও কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে শতক অতিক্রম করেছে। অন্যান্য সবজির দামও মূলত ৮০ থেকে ১০০ টাকার নিচে নেই।শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকায়, প্রতি কেজি পটল ৮০ টাকা, প্রতি কেজি মুলা ৮০ টাকা, প্রতি কজি পেঁপে ৩০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ৬০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।এ ছাড়া, প্রতিকেজি বরবটি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শাসা...