ফুটবলের জাদুকরের শেষের শুরুটা হলো ঘরের মাঠে। লিওনেল মেসি দেশের মাটিতে বিদায়ের অধ্যায়টা রাঙালেন জোড়া গোল করে। দলকে জয় উপহার দেওয়ার রাতটাও তার জন্য বিশেষ। স্টেডিয়ামজুড়ে পুরো সময় তার নাম ধ্বনিত হতে থেকেছে, গ্যালারিতে বসে খেলা দেখেছে পরিবার। খেলা শেষে আর্জেন্টাইন কিংবদন্তি কথায় উঠে এসেছে এভাবে শেষ করতে পারা তার স্বপ্ন ছিল। সামনে ২০২৬ বিশ্বকাপ। তবে খেলবেন কি না, সেটা এখনো জানেন না মেসি। বিশ্বকাপ নিয়ে শোনালেন তার ভাবনা মিশ্রিত—আশা ও অনিশ্চয়তার এক গল্প। বিশ্বকাপ খেলার প্রসঙ্গে মেসি জানিয়েছেন, ‘দেখা যাক’। বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমোন্তলে লিওনেল মেসি বাংলাদেশ সময় আজ শুক্ক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজ দেশের মাঠে খেলেছেন তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। মেসি করেন জোড়া গোল, বাকি একটি একটি করেন লওতারো মার্টিনেজ।...