আজ দেশের ১৯টি হলে মুক্তি পাচ্ছে ‘আমার শেষ কথা’। মোহাম্মদ ইসলাম পরিচালিত ছবিটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও কাজী জারা। সচেতন ফিল্ম মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনাও করেছেন ইসলাম।জানা গেছে, নারায়ণগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। গল্পের নায়ক মানুষ পাচার করে। একপর্যায়ে নিজের স্ত্রীকেও পাচার করে দেয়। তবে একটি ঘটনা বদলে যায় তার জীবন। এমন গল্প নিয়ে ২০২৩ সালে নির্মাণ শেষে ছাড়পত্রের জন্য তৎকালীন সেন্সর বোর্ডে জমা পড়ে। কিন্তু চলচ্চিত্র সেন্সরশিপ আইন-১৯৬৩-এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করে সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বেশ কয়েকটি দৃশ্য আবার শুট করে জমা দেওয়ার পর মেলে মুক্তির ছাড়পত্র। ছবিটির কোনো ধরনের প্রচারে শিল্পীদের দেখা যায়নি। প্রযোজনা প্রতিষ্ঠানও নীরব। নায়ক জয় চৌধুরী জানান, প্রযোজকের অপেশাদারত্বের...