ম্যাক্সিমালিস্ট ফ্যাশনের রানি নাতাশা পুনাওয়ালা আবারও আলোচনায়। সম্প্রতি ইতালির ভেনিসে তোলা তাঁর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে একেবারে ব্যতিক্রমী সাজে, যা দেখে অনেকেই বলছেন, এ যেন শিল্পকর্মের প্রদর্শনী থেকে বেরিয়ে আসা কোনো চরিত্র। নাতাশার পরনে ছিল ভাস্কর্যময় সাদা পোশাক। কোমর থেকে নিতম্ব পর্যন্ত শঙ্কু আকৃতির স্তরবিন্যাস, আর মুখমণ্ডল ঘিরে বিশাল গোলাকার টুপি। ভেনিসের ঐতিহাসিক স্থাপত্যের সামনে দাঁড়িয়ে কিংবা গন্ডোলায় ভেসে বেড়ানো অবস্থায় তাঁর সাজ মনে করিয়ে দিচ্ছিল আর্ট গ্যালারির কোনো ইনস্টলেশনকে। পোশাকটি ছিল পিয়ের কার্ডিনের স্প্রিং-সামার ২০১৩ কালেকশনের পুনর্নির্মাণ। নিজের ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফ্যাশন হয়ে ওঠে ভাস্কর্য, ভেনিস হয়ে ওঠে মিউজ; শিল্প সবসময় পরার জন্যই।’ এই সাজ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। তার ঘনিষ্ঠ বন্ধু লরেন সানচেজ, যিনি অ্যামাজনের প্রধান জেফ বেজোসের স্ত্রী।...