অনশনে বসা শিক্ষার্থীরা হলেন- ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২-২৩ সেশনের অমিয় মন্ডল, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ সেশনের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের পিয়াল হাসান, লোকপ্রশাসন ২০২১-২২ তামিম আহমেদ রিয়াজ, আইন বিভাগের ২০২১-২২ সেশনের শওকত ওসমান স্বাক্ষর।অনশনরত আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, আমরা দীর্ঘ ধরে যৌক্তিক ৩ দফা দাবি নিয়ে নানা কর্মসূচি পালন করে আসলেও ইউজিসি আমাদের সাথে কোনো রকমের যোগাযোগের চেষ্টাও করেনি। তাই আমরণ অনশনের মত কঠিন কর্মসূচিতে বসতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই অনশন কর্মসূচি চলবে।একাউন্ট অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ বলেন, আমরা ইউজিসির প্রতি আহ্বান করে দুইবার সংবাদ সন্মেলন করেছি, এমনকি প্রতিকী ভাবে নভোথিয়েটার ও...