শীর্ষনিউজ, ঢাকা:পাবনার ঈশ্বরদীর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা ‘রূপপুর গ্রিন সিটি প্রকল্পের' কেনাকাটায় ‘অস্বাভাবিক ব্যয়ের’ অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় একজন উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর ও অন্যজনকে নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণের শাস্তি দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে গ্রিন সিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে ওই দুজন দোষী সাব্যস্ত হয়েছেন। এর মধ্যে গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন উদ্দিনকে বাধ্যতামূলক অবসর এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেনকে নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাহীন উদ্দিন পাবনা গণপূর্তের উপবিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং আলমগীর হোসেন রাজশাহী গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে কর্মরত ছিলেন।কর্মরত থাকা অবস্থায়...