•ডাকসুতে মোট ৩০ পদের ২৮টিতে সরাসরি নির্বাচন•পদাধিকারবলে উপাচার্য সভাপতি, কোষাধ্যক্ষও শিক্ষক•ভিপি-জিএসের সর্বোচ্চ খরচের ‘ক্ষমতা’ ২৫০০ টাকা•সভাপতির হাতেই ‘সর্বময় ক্ষমতা’, কমানোর দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের মাত্র তিনদিন বাকি। শেষমুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কোন পদে কাকে ভোট দেবেন, তা নিয়ে হিসাব কষছেন শিক্ষার্থীরাও। নির্বাচনে বেশি আলোচনায় ভিপি, জিএস, এজিএসসহ কয়েকটি পদ। গুরুত্বপূর্ণ পদগুলোর কোন পদে কে যোগ্য, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচিত হলে কে ভালো কাজ করতে পারবেন, কার সক্ষমতা কতুটুক; তা নিয়ে মতামত দিচ্ছেন অনেকে। তবে ডাকসুর ভিপি, জিএস, এজিএসের কার কতুটুক দায়িত্ব, সে সম্পর্কে অনেকের স্পষ্ট ধারণা নেই। নির্বাচিত একজন ভিপি কী কী কাজ করতে পারবেন; জিএসের কাজই বা কী? গঠনতন্ত্রে প্রত্যেক পদে নির্বাচিত প্রতিনিধির কাজের পরিধি ও ধরন উল্লেখ থাকলেও তা অনেকেই জানেন না। ডাকসুর...