নিজস্ব প্রতিবেদক : নেপালে ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইউটিউবসহ বেশ কিছু জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার। এসব প্ল্যাটফর্ম নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেপালের সরকার। খবর এপি’র। নেপালের যোগাযোগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এক বিবৃতিতে বলেন,“এই পদক্ষেপ অনলাইনে ঘৃণা, গুজব এবং সাইবার অপরাধ দমন করার একটি প্রয়াস। আমরা দীর্ঘদিন ধরেই তাদের নিবন্ধনের অনুরোধ করে আসছিলাম, কিন্তু তারা তা মানেনি।” সরকার জানায়, ফেসবুক, এক্স ও ইউটিউবসহ কিছু আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যমকে দেশে অফিস বা যোগাযোগ পয়েন্ট স্থাপন, স্থানীয় প্রতিনিধি নিয়োগ, এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা রাখার শর্তে নিবন্ধনের সময়সীমা দেওয়া হয়েছিল বুধবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত। কিন্তু এসব প্ল্যাটফর্ম শর্ত পূরণ না করায় তাদের সেবা নেপালে বন্ধ করে দেওয়া হয়েছে।তবে টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও...