৪ সেপ্টেম্বর ছিল বাংলা গানের কিংবদন্তি সাবিনা ইয়াসমীনের জন্মদিন। পাঁচ দশকের বেশি সময় ধরে গান করছেন তিনি। জন্মদিনে এই শিল্পীকে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজের বিভিন্ন অঙ্গনের তারকারা। ফেসবুকে সাবিনা ইয়াসমীনকে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড নায়ক শাকিব খান। ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান লিখেছেন, ‘অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে, যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনো পুরোনো দিনের সিনেমার গানে, কখনো রেডিওর আড়ালে, কিংবা আমাদের জীবনের অনুরনে তবু হৃদয়ে অমলিন এক নাম, সাবিনা ইয়াসমীন।’ শাকিব আরও লিখেছেন, ‘প্রজন্ম বদলেছে, সময়ের পালাবদল ঘটেছে, প্রযুক্তি এনেছে নতুন যুগ। কিন্তু তার কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। ৫০ বছর আগের গাওয়া তার কোনো গান শুনলেও আজও মন ছুঁয়ে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে।’ জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে পোস্টের শেষে শাকিব লিখেছেন,...