ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে শিক্ষকদের নিয়ে একটি স্বতন্ত্র পর্যবেক্ষক প্যানেল গঠন করা হচ্ছে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বৃহস্পতিবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এবার ভোটারদের বড় অংশ নতুন হওয়ায় তাঁদের ভোটদানে উৎসাহিত করতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়েছে। ভোটারদের আগ্রহী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে আচরণবিধি-সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রব্বানী জানান, এবারের নির্বাচনে সাইবার বুলিং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক পেজ ও অন্যান্য প্ল্যাটফর্মে অপপ্রচার রোধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার থেকে সাইবার বুলিংয়ের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁদের প্রার্থিতা...