ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে বেশ পরিচিতি পান এই অভিনেত্রী। ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে। যেখানে তার অভিনয় প্রশংসিত হয়। তবে এখন কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে সামাজিক পাতায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। এই প্লাটফর্মে সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। এমনকি ব্যক্তিগত প্রয়োজনও জানান দিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যক্তিগত একটি পোস্ট দিয়ে শবনম ফারিয়া লিখেছেন, ‘পঞ্চগড় কিংবা তেঁতুলিয়া (কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এমন) আশপাশে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট বা হোটেল কিংবা হোম স্টে’র মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’ তার এই পোস্টটি ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে পঞ্চগড়বাসী এবং...