আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচটা আজ হয়ে উঠেছে ‘মেসিময়।’ কারণ, আর্জেন্টিনার প্রাণভোমড়া লিওনেল মেসি যে আজ দেশের মাঠে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। ম্যাচে তিনি খেলবেন কী করে, আবেগই যে ধরে রাখতে পারেননি। একটু পরপর তাঁর দুচোখ গড়িয়ে ঝরে পড়ছিল অশ্রু। বাংলাদেশ সময় আজ ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। এই ম্যাচ দেখতে এসেছেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে। জাতীয় সংগীতের সময় মেসির সঙ্গে ছিল তিন ছেলে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ কোয়ালিফায়ার লেখা বোর্ডের সামনে দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে ছবি তুলেছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড। এমনকি মেসি ও তিন ছেলের সঙ্গে জাতীয় সংগীতের সময় ছবি তুলেছেন এমিলিয়ানো মার্তিনেজ-রদ্রিগো দি পলরা। আর্জেন্টিনার মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ যে মেসি খেলতে যাচ্ছেন, তেমন ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ২৮...