কে বলেছে নির্যাতন কেবল নারীরাই সহ্য করেন? বাস্তবটা কিন্তু একেবারেই ভিন্ন। নির্যাতনের শিকার হতে হয় পুরুষদেরও। কেউ চুপ করে যন্ত্রণা সহ্য করেন, কেউ আবার সাহস করে করেন প্রতিবাদ। বলিউডের জনপ্রিয় অক্ষয় কুমারও একসময় মুখ খুলেছিলেন নিজের শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। যা শুনলে শিউরে উঠবেন আপনি। ছোটবেলায় নোংরা মানসিকতার শিকার হয়েছিলেন তিনি। নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় সম্প্রতিভারতীয় গণমাধ্যমেরএক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যেন বাবা-মায়েরা ভবিষ্যতে আরও সতর্ক হতে পারেন।সেই সাক্ষাৎকারে অক্ষয় জানান, তার সঙ্গে যখন এই ঘটনা ঘটে তখন তার বয়স মাত্র ছয় বছর। প্রতিবেশীর ফ্ল্যাটে যাচ্ছিলেন তিনি। লিফটে একাই উঠেছিলেন। সঙ্গে ছিলেন লিফটম্যান। কিন্তু রক্ষকই যে ভক্ষক তা বুঝতে পারেননি অক্ষয়।অভিনেতা আরও জানান, আচমকাই তাকে ছুঁতে শুরু করে সেই ব্যক্তি। এক পর্যায়ে অশ্লীলভাবে ছুঁতে থাকে তার স্পর্শকাতর স্থানে। অক্ষয় তখন...