রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ হলের ৯১ জন শিক্ষার্থীকে নিয়ে কটূক্তি করায় ছাত্রদল নেতা মো. আনিছুর রহমান মিলনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বাদী হয়ে নগরীর মতিহার থানায় এ মামলা করেন। অভিযুক্ত মো. আনিছুর রহমান মিলন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাসা সিরাজগঞ্জে। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের সহ-সভাপতি ছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, জুলাই ৩৬ হলের প্রভোস্ট কর্তৃক ৯১ জন শিক্ষার্থীকে অযাচিতভাবে তলব করার প্রতিবাদে গত ২ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি ও শিক্ষার্থী জান্নাতুল নাঈম তুহিনা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি প্রতিবাদমূলক স্ট্যাটাস দেন। উক্ত স্ট্যাটাসে ১নং বিবাদী মো. আনিছুর রহমান মিলন (২৫) (শাহ মখদুম হলের সহ-সভাপতি) অত্যন্ত অশালীন, কুরুচিপূর্ণ ও নারী অবমাননাকর মন্তব্য করেন। এ...