বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়াম ভাসছিল আবেগ আর উদযাপনে। লিওনেল মেসি- আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অমলীন প্রতীক, বিশ্ব ফুটবল রূপকথার এক অবিস্মরণীয় চরিত্র, স্বদেশের মাঠে সম্ভাব্য ‘শেষবারের’ মতো নেমেছিলেন জাতীয় দল জার্সিতে। সঙ্গী ছিল কিছু প্রশ্নও; আমেরিকা, কানাডা ও ম্যাক্সিকোয় হতে চলা ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা সেটি নিয়ে এখনও যে সিদ্ধান্ত নেননি কিংবদন্তি মেসি। এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার ভোরে ভেনেজুয়েলাকে ৩-০তে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি করেছেন দুই গোল। জাতীয় দল জার্সিতে দেশের মাটিতে মেসির প্রথম ম্যাচ ছিল ২০ বছর আগে এ স্টেডিয়ামেই। ৯ অক্টোবর, ২০০৫ সালে। সেটিও ছিল বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ। ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে খেলবেন না মেসি। এদিন সমর্থকদের ধন্যবাদ ও বিদায় জানিয়ে মেসি বলেছেন, ‘এখানে এভাবে শেষ করার স্বপ্ন দেখেছি সবসময়। নিজের...