কখনো অভিনেতা, কখনো পরিচালক, কখনো গান গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন ওপার বাংলার অনির্বাণ ভট্টাচার্য। এরই মাঝে ‘হুলিগানইজম’ নামে গানের দল প্রতিষ্ঠা করেছেন তিনি। এ ব্র্যান্ডের নতুন গান‘তুমি মস্তি করবে জানি’। কয়েক দিন আগে কনসার্টে গানটি গাওয়ার পর তা ভাইরাল হয়। কারণ এ গানে পশ্চিমবঙ্গের রাজনীতির তিন ঘোষকে নিয়ে ব্যঙ্গ করেছেন। কেবল তাই নয়, ‘নরেন্দ্র মোদির পেনশন-টেনশন’, ‘হিন্দু রাষ্ট্র’ নিয়েও স্যাটায়ার করেছেন এই গায়ক।আরো পড়ুন:পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহতআফগানিস্তানে মানবিক সহায়তা পাঠাবে বাংলাদেশ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত এরপর থেকে পশ্চিমবঙ্গে হইচই চলছে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে। ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা-বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ক্ষমা চাওয়াও দাবি জানান তিনি। এবার সনাতন ধর্মকে অসম্মানের অভিযোগে কলকাতার লালবাজার থানায় অভিযোগ করেছে বিজেপি নেতা তরুণজ্যোতি। অনিবার্ণ ভট্টাচার্য ছাড়াও তার ব্যান্ডের...