ফ্যাশন দুনিয়ার অনির্বাচিত সম্রাট জর্জিও আরমানি আর নেই। নিজ শহর মিলানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৪ সেপ্টেম্বর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ফ্যাশনের অনেক রকম রয়েছে। যার মধ্যে সবচেয়ে উন্নত ফ্যাশনের ধারক ছিলেন এই কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার। যার পোশাকের কাপড় থেকে শুরু করে নকশা, ফিটিং— সবই হতে হবে এক নম্বর বা বিশ্ব সেরা। আরমানিকে সেই হাই ফ্যাশনের ‘সম্রাট’ বলে মনে করতো ফ্যাশনজগৎ। তাকে বলা হতো ফ্যাশন কিং জর্জিও। তার তৈরি করা পোশাক একটা সময়ে শুধুই সমাজের উঁচু স্তরে থাকা মানুষজন কিনে পরতে পারতেন। অথচ ইতালির এই পোশাকশিল্পী নিজে এসেছেন খুব সাধারণ পরিবার থেকে। কিছু বছর কাজ করেছেন সেনাবাহিনীতেও। তার পরে পদার্পণ করেন ফ্যাশনদুনিয়ায়। মিলানে একটি দোকানের কাচের জানলায় দাঁড় করানো ম্যানিকুইনকে পোশাক পরাতেন আরমানি। কে জানত সেই ছেলেটি...