০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম এ যেন এক স্বপ্নঘেরা রাতের অপেক্ষা! বছরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ মহাজাগতিক আয়োজন হতে চলেছে ৭ সেপ্টেম্বর যখন চাঁদ আপন রূপ বদলে উঠবে রক্তিম আলোয় ঝলমল করে। বিজ্ঞানীরা বলছেন, এ হবে এক বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যাকে অনেকেই চেনেন ‘ব্লাড মুন’ নামে। এই পূর্ণ চন্দ্রগ্রহণ চলবে প্রায় ৫ ঘণ্টা, যার মধ্যে প্রায় ৮২ মিনিট ধরে চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে লাল আভা ছড়াবে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই অন্যতম দীর্ঘ চন্দ্রগ্রহণ। এই মহাজাগতিক দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার আকাশ থেকে। ফলে বিশ্বের প্রায় ৭৭ শতাংশ মানুষ একসাথে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারবেন। আমাদের বাংলাদেশ থেকেও পরিপূর্ণভাবে দেখা যাবে এই বিরল দৃশ্য। আন্তর্জাতিক সময় অনুযায়ী বিকেল ৩টা...