দীর্ঘ গ্রীষ্মকালীন অবকাশের ইতি টেনে আবারও মুখরিত হয়ে উঠেছে কানাডার স্কুলগুলো। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে টরন্টো, মন্ট্রিয়ল, ভ্যাঙ্কুভারসহ দেশের বিভিন্ন শহরের স্কুল প্রাঙ্গণে দেখা গেছে শিশু-কিশোর ও অভিভাবকদের উচ্ছ্বসিত ভিড়। স্কুলব্যাগ কাঁধে নিয়ে নতুন ক্লাসের নতুন বই, নতুন শিক্ষক ও বন্ধুদের সঙ্গে দেখা করার আগ্রহে শিক্ষার্থীরা যেন এক নতুন উদ্দীপনা নিয়ে হাজির হয়েছে। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর কানাডাজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় ৫.৩ মিলিয়ন শিক্ষার্থী তাদের নতুন শিক্ষাজীবন শুরু করেছে, যার মধ্যে শুধু অন্টারিওতেই রয়েছে ২.১ মিলিয়ন ছাত্র-ছাত্রী। অন্টারিও শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব বলছে, এই প্রদেশজুড়ে মোট ৪,৮৫০টি স্কুল নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু করেছে। টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড একাই প্রায় ২,৪৫,০০০ শিক্ষার্থীকে শিক্ষাদান করছে, যা কানাডার বৃহত্তম স্কুল বোর্ড। অন্যদিকে, কুইবেক প্রদেশে প্রায় ১.২ মিলিয়ন এবং ব্রিটিশ কলম্বিয়ায়...