চিলির বিপক্ষের ম্যাচে ব্রাজিলের দলে ছিলেন না নেইমার-ভিনিসিয়ুস-রদ্রিগোসহ একাধিক তারকা। সেরাদের ছাড়া কার্লো আনচেলত্তির ব্রাজিল কেমন খেলে, সেদিকেই নজর ছিল সকলের। সমর্থকদের নিরাশ করেনি আনচেলত্তির ব্রাজিল। ঘরের মাঠে ৩-০ গোলের দাপুটে এক জয়ই পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ব্রাজিল কোচ, উত্তর দেন অনেক প্রশ্নের।ব্রাজিলের তিন গোলের একটি করেন লুকাস পাকেতা। ২০২৪ সালের নভেম্বরে ব্রাজিলের জার্সিতে খেলেন তিনি। দীর্ঘ সময় পর জাতীয় দলের জার্সি গায়েই দেখা পান গোলের। ব্রাজিলের কোচও পাকেতাকে প্রশংসায় ভাসাতে ভোলেননি।আনচেলত্তি বলেন, ‘স্বাভাবিকভাবেই পাকেতা আমাদের দলে থাকা উচিত। আমি গতকালও বলেছি, সে বিভিন্ন পজিশনে খেলতে পারে। আজকে সে মিডফিল্ডার হিসেবে খেলেছে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে ওর কোনো সমস্যা নেই। আমি জানি, ও একাই মিডফিল্ড সামলাতে পারে।’সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে আসন্ন বিশ্বকাপ নিয়েও। বিশ্বকাপ দলের জন্য...