সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। শাপলার বুকে সাদা পোশাকের সাজে পুরোপুরি স্বচ্ছন্দ নওশাবা। ফুলের আড়ালে দাঁড়িয়ে একেবারেই হালকা মেকআপে ধরা দিয়েছেন তিনি। নিজেকে সাজিয়েছেন প্রকৃতির রঙে, ফুল যেন তার অলংকার। ধবধবে পোশাকে তিনি যেন শাপলার সঙ্গে মিলেমিশে একাকার। সাদা স্কার্ট আর টপে তিনি হয়ে উঠেছেন আকর্ষণীয় এক প্রতিচ্ছবি। পানিতে পা ডুবিয়ে নির্মল আনন্দে ডুবে আছেন তিনি। নৌকায় চড়ে শাপলা বিলে ভেসে বেড়ানো নওশাবার দৃষ্টি...