অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রস টেইলর। তিনি তার মায়ের দেশ সামোয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন। ৪১ বছর বয়সী টেইলরের এই চমকপ্রদ সিদ্ধান্তে বেশ আলোড়ন তৈরি হয়েছে ক্রিকেট দুনিয়ায়। তাকে পেয়ে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশটি এখন ২০২৬ বিশ্বকপে খেলার স্বপ্ন দেখছে। সামাজিক যোগাযোগমাধ্যমে টেইলর জানিয়েছেন, ‘এটি অফিসিয়াল – আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমি নীল জার্সি পরব এবং সামোয়াকে প্রতিনিধিত্ব করব। এটি শুধুই খেলার প্রতি আমার ভালোবাসার কারণে ফিরে আসা নয়, বরং আমার ঐতিহ্য, সংস্কৃতি, গ্রাম এবং পরিবারের প্রতি বিশাল সম্মান। আমার মনে হতো যে, খেলাধুলার দিন শেষ হয়ে গেছে। কিন্তু সামোয়ার জন্য খেলার সুযোগ এলে আমি ভাবলাম কেন নয়?’ ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো টেইলর আরও বলেছেন, ‘মায়ের দেশকে প্রতিনিধিত্ব করতে...