তাদের মধ্যে অন্যতম ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, ডিবির হারুন অর রশীদ, এসবির মনিরুল ইসলাম, ডিআইজি নুরুল ইসলাম, বিপ্লব কুমার, অ্যাডিশনাল এসপি কাফি, এসি মাজাহার ও ফরমান এবং ওসি অপূর্ব হাসান । বৃহস্পতিবার মামুনের দ্বিতীয় দিনের পর্বের মাধ্যমে তার জেরা শেষ হয়েছে। এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, বিএম সুলতান মাহমুদ, তারেক আবদুল্লাহ, আবদুস সাত্তার পালোয়ান প্রমুখ। আওয়ামী শাসনামলে শিক্ষা খাত ধ্বংসের হোতারা এখনো অধরাআওয়ামী শাসনামলে শিক্ষা খাত ধ্বংসের হোতারা এখনো অধরাক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের জেরায়...