বর্তমান আর্থসামাজিক পরিস্থিতির কারণে হয়তো সব সময় সবার পক্ষে সম্ভব না, তবে তার মধ্যেও আপনি চাইলে কিছুটা সময় আপনি আপনার বচ্চা, পরিবার বা কাছের মানুষদের নিয়ে একান্তভাবে নিজেদের মতো করে কাটাতে পারেন এবং সেটা উচিৎ। একটু চেষ্টা করলে আপনি খুব বেশি খরচ না করেও এটা করতে পারেন, সে আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, হয়তো কিছু ব্যতিক্রম থাকতে পারে কিন্তু অধিকাংশক্ষেত্রেই সম্ভব, প্রয়োজন শুধু একটু মনমানসিকতা এবং চেষ্টা। কোথাও ঘুরতে বা বেড়াতে গেলে বা কোনো আউটডোর এক্টিভিটিসে গেলে যেটা খেয়াল রাখা উচিত সেটা হলো সব ধরণের ডিভাইস থেকে যতটা সম্ভব দূরে থাকা, বিশেষ প্রয়োজন ছাড়া। আর খেয়াল রাখা দরকার যাতে করে খেলাধুলা, আনন্দ-মজা বা Fun এর মধ্যে দিয়ে বাচ্চারা যাতে কিছু একটা শিখে। আমরা সেটা সব সময়ই চেষ্টা করি। এখানে...