শীর্ষনিউজ ডেস্ক:পটুয়াখালীতে নির্মাণাধীন এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পাঁচ বছরের কয়লা সরবরাহ চুক্তির টেন্ডার বাতিল করতে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। কয়লা সরবরাহে ব্যপক অনিয়মের অভিযোগে এসিদ্ধান্ত নেওয়া হয়েছে । একই সঙ্গে যত দ্রুত সম্ভব একটি নতুন দরপত্র আহ্বানে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন দরপত্রে চুক্তির মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ২ বছর করতে বলা হয়েছে। তদন্ত কমিটি দরপত্র প্রক্রিয়ার কারিগরি এবং অর্থিক মূল্যায়ন করে অনিয়ম পাওয়ার পর গত ৭ আগস্ট এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা সংগ্রহে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি একটি দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্রের কারিগরি এবং আর্থিক মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়ম এবং ত্রুটির কারণে এটি বাতিল করা উচিত। আদেশটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের...