দল যখন বিপর্যয়ে, তখন হাল ধরলেন ফখর জামান ও মোহাম্মদ নওয়াজ। তাদের রেকর্ড জুটি দলকে এনে দিল লড়াইয়ের পুঁজি।পরে লেগ স্পিনার আবরার আহমেদের ঘূর্ণিতে ভর করে সহজ জয় তুলে নেয় সালমান আলি আগার দল। শারজাহতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়ে ফাইনালে উঠল তারা। এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত হলো আফগানিস্তানেরও। টানা তিন হারে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হলো আমিরাতের। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও একশ রানের আগেই ৫ উইকেট হারায় পাকিস্তান। তখন বড় সংগ্রহের সম্ভাবনা ছিল না। তবে ফখর ও নওয়াজের ব্যাটে রূপ নেয় নাটকীয়তা। শেষ দুই ওভারে আসে ৪২ রান। শেষ ১০ বলে আসে ৮ চার ও ১ ছক্কা। ফখর ১০ চার ও ২ ছক্কায় খেলেন ৪৪ বলে অপরাজিত ৭৭...