বৃহস্পতিবারের আগে দক্ষিণ আফ্রিকা যখন শেষবার ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছিল, তখন জন্মই হয়নি ম্যাথিউ ব্রিটজকের। ডানহাতি এই ব্যাটার পৃথিবীর আলো দেখেছেন ১৯৯৮ সালের ৩ ডিসেম্বরে। আর দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারের ফরম্যাটে ইংল্যান্ডে সিরিজ জিতেছিল ১৯৯৮ সালের ২৩ মে, মানে ৭ মাস আগে। এরপর কেটে গেছে দীর্ঘ ২৭ বছর। ইংল্যান্ডের ভূমিতে আর ওয়ানডে জেতা হয়নি দক্ষিণ আফ্রিকার। অবশেষে গতকাল বৃহস্পতিবার প্রোটিয়াদের সেই আক্ষেপ ঘুচেছে ব্রিটজকের হাত ধরেই। যেন দক্ষিণ আফ্রিকাকে সিরিজ জেতানোর জন্য জন্ম হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের। এদিন লন্ডনের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩৩০ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তুলতে পারে ৯ উইকেটে ৩২৫ রান। এতে ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় প্রোটিয়ারা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ...