‘সবার সুখে হাসব আমি/কাঁদব সবার দুখে/নিজের খাবার বিলিয়ে দেব/অনাহারীর মুখে’ কবিতার মতো ক্ষুধার্ত মানুষের মুখে খাবার দেবে মানুষ, বিপদে পাশে দাঁড়াবে, এটাই চেয়েছিলেন কবি। অসহায় মানুষ পাবে সেবা ও সাহস। এভাবেই সমাজ এগিয়ে যাবে। আর এভাবে মানুষের উপকার করতে হলে একটি সুন্দর ও মানবিক মন দরকার। কারো পর্যাপ্ত অর্থ নেই, তবে দেওয়ার মতো সময় আছে, শ্রমের জন্য শরীরে বল আছে, মনন আছে। এসব দিয়েও মানুষের সেবা করা যায়। কারো সময়, কায়িক পরিশ্রম বা মেধা আরেকজনের জন্য হতে পারে ভালো থাকার উপলক্ষ্য। হঠাৎ কেন দান বা পরোপকার নিয়ে কথা? আজ (৫ সেপ্টেম্বর), বিশ্ব দাতব্য দিবস। প্রতি বছরের এই দিনে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় দিবসটি। বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে দাতব্য সংস্থাগুলো। জানলে অবাক হবেন যে, নিয়মিত...