সর্বগ্রাসী মব ভায়োলেন্স বা জনতার হিংস্র শাসনে আজকের বাংলাদেশ এক ভয়ঙ্কর ও জরুরি বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। যার ফলে আইনের শৃঙ্খলা ভেঙে পড়ার মতো ভয়ানক পরিস্থিতি দেখা দিয়েছে। এ এক ভয়ঙ্কর প্রবণতা, যেখানে ন্যায়বিচার আর প্রমাণের ভিত্তিতে আদালতের রায়ে নয়, বরং গুজব, ক্ষোভ কিংবা রাজনৈতিক প্ররোচনায় উত্তেজিত জনতা ‘বিচারের দায়িত্ব’ ছিনিয়ে নেয় নিজেদের হাতে। এই ধরনের মব জাস্টিস নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারও নিয়ন্ত্রণ হারাবে। সর্বশেষ ৪ সেপ্টেম্বর আদালতের ভেতরে মব ভায়োলেন্সের শিকার হয়েছেন সাংবাদিক। অনেক দিন ধরেই আমরা ‘জুলাই বিভীষিকার’ মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আদালত প্রাঙ্গণেই মারধরের শিকার হতে হচ্ছে—যা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (ICCPR)-এর ধারা ৯ ও ধারা ১০-এর স্পষ্ট লঙ্ঘন। অথচ বাংলাদেশ এ সনদে অনুস্বাক্ষর করেছে ২০০০ সালেই। সাম্প্রতিক সময়ে এ ধরনের অপরাধ...