নিজস্ব প্রতিবেদক : অভিনয়ে বর্তমানে অনিয়মিত হলেও অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক মাধ্যমে বরাবরই সরব। নানান সামাজিক ইস্যুতে নিজের মতামত যেমন খোলাখুলি তুলে ধরেন, তেমনি রক্তের প্রয়োজনের মতো জরুরি বিষয়েও অনুরাগীদের সহায়তা কামনা করেন। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেন,"পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোন রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?" পোস্টটি দ্রুত ভাইরাল হয় এবং পঞ্চগড় ও আশপাশের অনেকেই প্রয়োজনীয় তথ্য দিয়ে মন্তব্য করতে শুরু করেন। সেই তালিকায় ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম-ও। তিনি মন্তব্যে লিখেন:"তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!" সারজিস আলমের এই মন্তব্যটি ফারিয়ার ভক্ত ও অনুসারীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দেয়। প্রতিবেদনটি লেখার আগ...