ট্রাম্পের পরিপূরক শুল্ক নিয়ে সারা বিশ্ব নাকানিচুবানি খাচ্ছে। কেউ কেউ ট্রাম্পের সঙ্গে বিভিন্ন চুক্তি করে কিছুটা হাঁপ ছেড়ে বেঁচেছে, তার মধ্যে বাংলাদেশও আছে। তবে নিশ্চিন্ত হওয়ার উপায় নেই, ট্রাম্প আবার নতুন করে কখন কী চেয়ে বসবেন, তার কোনো ঠিক নেই। বড্ড বিপদে ভারত ও ব্রাজিল। তাদের গলায় এখনো ৫০ শতাংশের শুল্ক ঝুলে আছে। এর মধ্যে একটা ভালো খবর এসেছে খোদ যুক্তরাষ্ট্র থেকে। আগস্টের ২৯ তারিখ যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। এর ফলে বাড়তি শুল্ক প্রয়োগ বন্ধ হওয়ার এবং ট্রাম্প প্রশাসন বিভিন্ন আমদানি থেকে যে বিলিয়ন বিলিয়ন ডলার বাড়তি শুল্ক আদায় করেছে, তা ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর আগে মে মাসে যুক্তরাষ্ট্রের এক নিম্ন আদালত ট্রাম্পের নতুন শুল্কনীতি বাতিল করে দিয়েছিলেন। তখন...