বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল এবং আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের প্রেম ভাঙনের গুঞ্জন আরও জোরালো হয়েছে। মাত্র ১৩ দিন আগে প্রকাশ্যে তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়ার পর হঠাৎ করে ইনস্টাগ্রাম থেকে দুজনের যৌথ ছবি মুছে দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। ইয়ামাল শুধু ছবিগুলো মুছেই দেননি, নিজের প্রোফাইল ছবিও সরিয়ে ফেলেছেন। বর্তমানে তার ইনস্টাগ্রাম বায়োতে শুধু “LY10” এবং “God bless me” লেখা রয়েছে। এ ঘটনাকে অনেকেই সম্পর্কের ফাটলের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন। যদিও আনুষ্ঠানিকভাবে কেউ এখনো বিচ্ছেদের কথা স্বীকার করেননি। গত ২৫ আগস্ট ইয়ামাল তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিকি নিকোলের ২৫তম জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করেন। হাতে হাত ধরে গোলাপ ও বেলুনের মাঝে তোলা সেই ছবিই ছিল তাদের সম্পর্কের আনুষ্ঠানিক প্রকাশ। এর আগে নিকোলকে দেখা গিয়েছিল ইয়ামালের ১৮তম জন্মদিনে এবং বার্সার...