নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ছোট ছেলে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন। ভিডিওতে দেখা যায়, সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত এক যুবককে পুলিশ একটি প্রিজনভ্যানে তুলছে। এই ভিডিও ঘিরে ব্যাপক বিভ্রান্তি ও আলোচনার জন্ম নেয়। তবে বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে রিউমার স্ক্যানার টিম নিশ্চিত করেছে, ভিডিওর ওই যুবক পিনাকী ভট্টাচার্যের ছেলে নন। প্রকৃতপক্ষে, ভিডিওটি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে মোস্তাসেরুল আলম অনিন্দ্যকে গ্রেফতারের সময় ধারণ করা। গত ১৬ আগস্ট, রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে অনিন্দ্যকে গ্রেফতার করা হয়। অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয় এবং তার সঙ্গে আরও দুই সহযোগীকেও আটক করা হয়।...