ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদেরের একটি ফেসবুক পোস্ট আলোচনায় এসেছে। পোস্টে তিনি লিখেছেন, ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এই পোস্টের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রতিক্রিয়া জানিয়ে কাদেরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, কাদের, তোমাকে কথা দিচ্ছি রাজাকার, আলবদর, আলশামসদের বংশধরদের বিরুদ্ধে ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে, ইনশাআল্লাহ। তিনি আরও উল্লেখ করেন, আলবদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতা-কর্মী, সমর্থক ও সহযোগীদের মাধ্যমে শুধু নারী নেতৃত্ব নয়, ভিন্নমতের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। এদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি। এদিকে, আবদুল কাদের তার পোস্টে অভিযোগ করেন, রাজাকার নিয়ে কথা বলায় তাকে নিয়ে ব্যাপক...