চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম নিজের মতো করে জীবন উপভোগ করছেন। কাজ ও সংসার সামলে সময় পেলেই ছুটে যান পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সাগর পাড়েই যেন তিনি খুঁজে পান নিজের হৃদয়ের শান্তি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দেখা গেল সাগর পাড়ে সুইমিংপুলের ধারে খোলা চুলে।সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে এ ছবি শেয়ার করেন অভিনেত্রী নিজেই।শেয়ারকৃত সেসব ছবিতে দেখা যায়, সাগর পাড়ে সুইমিংপুলের ধারে খোলা চুলে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন মিম।তার এই ছবিগুলো প্রকাশিত হওয়ার পর থেকেই তার নজরকাড়া হাসি নেটিজেনদের মনে দাগ কেটেছে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা নায়িকার রূপের বেশ প্রশংসা করেছেন।একজন ভক্ত লিখেছেন, ‘দারুণ দেখাচ্ছে তোমাকে বিদ্যা দি, এক কথায় অসাধারণ, চমৎকার এবং আকর্ষণীয় ও অতুলনীয়। তোমাকে নীল রঙে দারুণ মানিয়েছে।’ আরেকজনের কথায়, ‘মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে।’উল্লেখ্য, ২০০৭...