অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর অভিযোগ, কুণাল তার এবং তার পরিবারের নামে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন। কুণাল ঘোষ তার এবং তার পরিবারের নামে কুরুচিকর মন্তব্য করেছেন, এমনই অভিযোগ করেছেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার দাবি, টেলিভিশনে কুণাল বলেছেন, মিঠুন চিটফান্ড কেলেংকারির সঙ্গে যুক্ত। নিজেকে বাঁচাতেই তিনি দল পরিবর্তন করেছেন বলে কুণাল অভিযোগ করেছেন। শুধু তা-ই নয়,মিঠুনেরস্ত্রী আর্থিক তছরুপের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা আছে বলেও দাবি করেছেন কুণাল। মিঠুন জানিয়েছেন, কুণালের এই প্রত্যেকটি অভিযোগ মিথ্যে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তৃণমূলের মুখপাত্র এই কাজ করেছেন। কুণালকে প্রথমে আইনি নোটিস পাঠিয়েছিলেন মিঠুন। তার উত্তরে সন্তুষ্ট হননি বলে এবার সরাসরি ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন তিনি। মিঠুনের এই আইনি পদক্ষেপের পর সংবাদমাধ্যমকে...