আইডিসি-এর তথ্য অনুসারে, ‘মেট টিএক্স’ বাজারে আনার পর থেকে এ বছরের দ্বিতীয় প্রান্তিকের শেষ পর্যন্ত মোট চার লাখ ৭০ হাজার ইউনিট বিক্রি করেছে হুয়াওয়ে। এতে কোম্পানির আয় হয়েছে একশ ৩০ কোটি ডলারেরও বেশি। তবে চীনের বাইরে হুয়াওয়ের বাজার দখলের পরিসর এখনও খুবই ছোটই রয়েছে। কারণ তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার কারণেও চাপের মুখে রয়েছে শেনজেনভিত্তিক কোম্পানিটি। নতুন ‘মেট টিএক্সএস’ ফোনে চলবে কোম্পানিটির নিজস্ব অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘হারমনিওএস ৫.১’। নতুন ফোনটিকে কাজের জন্য উপযোগী এক ডিভাইস হিসেবে উপস্থাপন করছে হুয়াওয়ে। এ স্মার্টফোনটিতে যেসব অ্যাপ রয়েছে যেগুলো পিসির মানের মতোই, বিশেষ করে এগুলো ট্রাইফোল্ড স্ক্রিনের জন্য বিশেষভাবে তৈরি। ব্যবহারকারীরা তাদের ফোনের বড় স্ক্রিনে বিভিন্ন উইন্ডো একের ওপর সাজাতে, আকার বদলাতে ও জায়গা বদলাতেও পারবেন। ফোনটি চারটি...