০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ এএম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই’। তার এই পোস্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পাশে থাকার আশ্বাস দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আবদুল কাদের ফেসবুকে লিখেন, ‘আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।’ তিনি অভিযোগ করেন, রাজাকার নিয়ে কথা বলার কারণে তাকে নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। শুধু অনলাইনেই নয়, বাড়িতে গিয়ে তার মাকেও কথা শোনানো হচ্ছে। এতে তিনি এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। এ ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম লিখেন, ‘কাদের তোমাকে কথা...