০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ এএম বলিউডের ডিম্পেল গার্ল আলিয়া ভাট বর্তমানে তার জীবনের এক নতুন অধ্যায় পার করছেন। একদিকে যেমন ক্যারিয়ারের ব্যস্ততা, অন্যদিকে মেয়ে রাহার মাতৃত্বের স্বাদের তীব্রতা উপভোগ করছেন আলিয়া। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন জানায়, আলিয়া তার মেয়ে রাহার সঙ্গে সময় কাটানোর জন্য নিজের জীবনধারা নতুন করে সাজিয়েছেন। সন্তান জন্মের পর আলিয়া বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন।কিন্তু পেশাজীবনের ব্যস্ততা আবার বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আলিয়া তার স্বামী রণবীর কাপুরের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছেন। আলিয়ার ভাষ্যে, ‘মেয়ের জন্মের পরেই আমরা একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে কখনো একা ছাড়ব না । রাহাকে কখনও আমি দেখব, কখনও রণবীর। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব।’ অভিনেত্রীর ভাষ্যে,...